শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রিমান্ড শেষ, মিল্টনকে আজ আদালতে তোলা হবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের চার দিনের রিমান্ড শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ই মে) দুপুরে সংবাদ সম্মেলন করে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের বিষয়ে জানাবেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এদিকে বৃহস্পতিবার তাকে কোর্টে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

গত ৫ই মে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মানবপাচার আইনের এক মামলায় মিল্টনকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে ১লা মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মিরপুর থেকে মিল্টনকে গ্রেফতার করে। এ ঘটনায় তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে ডিবি।

আরো পড়ুন: মহাসড়কে নসিমন-করিমন-ভটভটি চলাচল বন্ধে নোটিশ

এর আগে মানবিক কাজের আড়ালে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠে প্রতারণার তীব্র অভিযোগ। বিশেষ করে তিনি অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে বিক্রি করতেন বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে গত ২৫শে এপ্রিল দেশের একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশ পায়।

এসি/ আই.কে.জে/


আদালত রিমান্ড

খবরটি শেয়ার করুন