সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মসজিদে বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ করলো কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

কুয়েতের মসজিদের বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ফতোয়া জারি করেছে দেশটির সরকার।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির মসজিদের ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রচার করতো, অনেক ক্ষেত্রে মুসল্লিদের বিনামূল্যে খাবারও বিতরণ করা হতো।

কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, মসজিদ এমন বাণিজিক প্রচার থেকে মুক্ত থাকা উচিত।

দেশটির মসজিদগুলোতে খাবার, পানীয় সেবা দিতো প্রতিষ্ঠানগুলো। কোনো কোনো মসজিদে এসিও স্থাপন করতো তারা। বিনিময়ে তাদের নিজেদের প্রতিষ্ঠানের প্রচার করতো। নতুন নিষেধাজ্ঞার কারণে এটি বন্ধ হয়ে যাচ্ছে।

কুয়েতে ১৭০০ মসজিদ আছে। মসজিদের বিনামূল্যে খাবার ও পানীয়ের ওপর অনেক প্রবাসী নির্ভরশীল। সরকারের এমন সিদ্ধান্তে তারা বিপাকে পড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। দেশটিতে ৩৩ লাখ প্রবাসীর বাস।

ওআ/

মসজিদ

খবরটি শেয়ার করুন