বৈদেশিক বাণিজ্য সচল রাখার জাতীয় স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সংশ্লিষ্ট সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ সোমবার (৩০শে জুন) এ গেজেট প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, এসেন্সিয়াল সার্ভিস অর্ডিন্যান্সের ক্ষমতাবলে সরকার জনস্বার্থ রক্ষায় জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করা হলো।
জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরি সরকারের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণের জন্য এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা গতিশীল রাখার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে গেজেটে জানানো হয়েছে।
খবরটি শেয়ার করুন