শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বন্যার্তদের একদিনের বেতন দিচ্ছে ইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বন্যার্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দেবেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (২৮শে আগস্ট) ইসির উপসচিব মো. হেলাল উদ্দিন খান এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিত মানুষের সহায়তার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের অফিসগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।

আরো পড়ুন : অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুবিভাগ/অধিশাখা ভিত্তিক, সব প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের মাধ্যমে, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মকর্তা-কর্মচারীরা মহাপরিচালকের মাধ্যমে এবং মাঠ পর্যায়ের অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে মূল বেতনের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ আগামী ১লা সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। এক্ষেত্রে আউটসোর্সিংয়ে কর্মরতদের ক্ষেত্রে প্রাপ্ত মোট বেতনের অর্ধেককে মূল বেতন হিসেবে বিবেচনা করতে হবে।

এস/কেবি


ইসি

খবরটি শেয়ার করুন