সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

১১ টাকার ডিম ১৫ টাকায় বিক্রি, জরিমানা ৫০ হাজার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত কয়েক দিন ধরে অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। ভোক্তা পর্যায়ে একটি ডিম কিনতে গুনতে হচ্ছে প্রায় ১৫ টাকা। এই অবস্থায় ডিমের বাজারে কারসাজি বন্ধ করতে তৎপর হয়ে উঠেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ভোরে অভিযান চালিয়েছে রাজধানীর তেজগাঁওয়ে পাইকারি ডিমের আড়তে।

বৃহস্পতিবার (২৭শে জুন) ভোরে তেজগাঁওয়ের ডিমের আড়তে এই বিশেষ অভিযান পরিচালনা করেন সংস্থাটির পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেসার্স আমানত এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং বাকি দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আরো পড়ুন: ডিমের দামে নতুন রেকর্ড

আব্দুল জব্বার মণ্ডল বলেন, তেজগাঁওয়ের পাইকারি ডিম ব্যবসায়ী আমানাতুল্লা এন্টারপ্রাইজকে বাজার অস্থির করার দায়ে বুধবারও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু আজও একই অপরাধ করা হচ্ছিল এমন তথ্য-প্রমাণের ভিত্তিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী আরো কিছু ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে ডিমের বাজার দর ঠিক করে আসছিল, যা আইনত দণ্ডনীয়।

এই কর্মকর্তা বলেন, এখান থেকে পাইকারি মূল্যে ডিম বিক্রি হচ্ছে। যখন ভোক্তা পর্যায়ে যাচ্ছে তখন প্রতি পিস ডিমের দাম চার থেকে পাঁচ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে। ১১ টাকায় যে ডিম এখানে বিক্রি হচ্ছে, সেই ডিম খুচরা পর্যায়ে ১৫ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে।

এসি/ আই.কে.জে

অভিযান ডিমের আড়ত

খবরটি শেয়ার করুন