সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর ৮০ টাকার বেগুন বগুড়ায় আড়াই টাকা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজধানী ঢাকায় যে বেগুন ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেই বেগুন গ্রামের হাটে পাইকারীতে বিক্রি হচ্ছে মাত্র আড়াই টাকায়! ঠিক এমনই চিত্র দেখা গেছে বগুড়ার শাহজাহানপুরের দুবলাগাড়ি হাটে।

বেগুন চাষিরা গণমাধ্যমকে জানান, গতকালও বেগুন তারা মণপ্রতি বিক্রি করেছেন চারশ’ থেকে সাড়ে চারশ’ টাকায়। আজ (মঙ্গলবার) সেই বেগুনের দাম নেমে এসেছে মণপ্রতি ৮০ থেকে ১০০ টাকায়। নিজেরা বেগুন বিক্রি করছেন আড়াই টাকা কেজি দরে। 

বিক্রেতারা জানান, ভালো উৎপাদন হওয়ায় গেল দু-একদিনে বেগুন ছাড়াও অন্য সবজির দামও কমেছে। 

অন্যদিকে ক্রেতারাও কিছুটা স্বস্তি প্রকাশ করে বলেছেন, সবজির দাম কমেছে। তাদের দাবি সকল নিত্যপণ্যের দাম যেন এইভাবে কমতে থাকে। 

ওআ/ আই. কে. জে/


বেগুন

খবরটি শেয়ার করুন