বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুল ভবন। ছবি: সংগৃহীত

যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। এসব সহায়তা আজ মঙ্গলবার (২২শে জুলাই) রাজধানী ঢাকায় এসে পৌঁছার কথা রয়েছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে আজ এই পদক্ষেপ চূড়ান্ত হয় বলে বিবিসি বাংলা জানতে পেরেছে।

দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ সূত্র আজ বিবিসি বাংলাকে বলেছে, ‘আমরা আশা করছি, দুজন বিশেষজ্ঞ চিকিৎসক—যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, তারা নার্সদের একটি ছোট দল নিয়ে আজই ঢাকায় পৌঁছে যাবেন। এ ছাড়া চিকিৎসা সরঞ্জামও পাঠানো হচ্ছে। এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসক যাবেন ঢাকায়।’

গতকাল সোমবার (২১শে জুলাই) দুপুরে বিমানবাহিনীর যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

দুর্ঘটনার পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তার কাউন্টারপার্টকে ফোন করেন এবং যে কোনো দরকারে ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত, সে কথা তাকে জানান বলে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়।

গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে বলেন, ‘এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত।’

এরপর থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গতকাল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছিল, বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বেশিরভাগেরই শরীর পুড়ে গেছে। এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, সরঞ্জাম এবং ওষুধ পেলে সুবিধা হয়। সেই অনুরোধে সাড়া দিয়ে নার্সসহ দু'জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেয় ভারত।

ঢাকায় ভারত থেকে আরও চিকিৎসক ও নার্স পাঠানোর প্রক্রিয়া জারি রয়েছে বলে দুই দেশের কূটনৈতিক সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে।

নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারত ভারত-বাংলাদেশ বিমান বিধ্বস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন