সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি গুচ্ছের ভর্তির আবেদন শুরু ২২শে এপ্রিল, পরীক্ষা ২০শে জুলাই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৯ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদন গ্রহণ শুরু হবে ২২শে এপ্রিল থেকে, যা চলবে ৩০শে মে পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০শে জুলাই‌। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা।

বুধবার (১৭ই এপ্রিল) কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: চ্ছের ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৭শে এপ্রিল

এতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ২০১৯-২০-২১ সালে এসএসসি/সমমান এবং ২০২২-২৩ সালে এইচএসসি/ সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে, কেবল তারাই আবেদন করতে পারে।

২০২২ সালে এসএসসি/সমমান মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

গত বছরগুলোতে ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ও এই গুচ্ছে যুক্ত হয়েছে।

এইচআ/ আই.কে.জে/


ভর্তি ২০২৩-২৪ শিক্ষাবর্ষ কৃষি গুচ্ছ

খবরটি শেয়ার করুন