বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৪

#

ছবি (সংগৃহীত)

পদ্মা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় টোল আদায়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। মঙ্গলবার (৯ই এপ্রিল) পদ্মা সেতু দিয়ে ৪৫ হাজার ১৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। এটি এখন পর্যন্ত একদিনে পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

এর আগে গতবছরের ২৭শে জুন একদিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।

তিনি গণমাধ্যমকে বলেন, বুধবার পদ্মা সেতু টোল প্লাজায় মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৩৩০টি গাড়ি পদ্মা সেতু অতিক্রম করেছে। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৯০০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে ১৪ হাজার ৮৭৪টি গাড়ি পদ্মা সেতু অতিক্রম করেছে এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা।

এইচআ/ আই.কে.জে/


রেকর্ড পদ্মা সেতু টোল আদায়

খবরটি শেয়ার করুন