বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

এক দশক পর প্রকাশ্যে গায়িকা ডাফি, শোনালেন অপহরণ ও ধর্ষণের ভয়াবহ বর্ণনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

গ্র্যামি বিজয়ী গায়িকা ডাফি এক দশকেরও বেশি সময়ের নীরবতা ভেঙে টিকটকে ফিরে এসেছেন। তার জনপ্রিয় গান ‘মার্সি’–এর রিমিক্স রেকর্ড করেছেন তিনি। সেটির প্রচারের অংশ হিসেবে টিকটকে তার ক্যামিও উপস্থিতি দেখা গেছে। এ নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

‘ইমোশন’ নামের একটি মিউজিক প্রোডাকশন কোম্পানি তাদের পোস্টে জানিয়েছে, ডাফি তাদের সঙ্গে ইউ. কে. গ্যারেজ মিক্স তৈরি করছেন। সেই পোস্টে ডাফিকে তার ২০০৮ সালের হিট গান ‘মার্সি’–তে লিপ–সিঙ্ক করতে দেখা যায়। ক্যামেরার দিকে তিনি একটি দুষ্টুমিষ্টি চোখ টিপিও দেন।

‘মার্সি’ গানটি ব্রিটেনের ওয়েলসে জন্ম ও বেড়ে ওঠা এ শিল্পীর প্রথম অ্যালবাম ‘রকফেরি’–এর একটি ট্র্যাক। এটি গ্র্যামি অ্যাওয়ার্ডে বছরের সেরা পপ ভোকাল অ্যালবাম হিসেবে নির্বাচিত হয়েছিল। ডাফি ‘মার্সি’ গানের জন্য সেরা নারী পপ ভোকাল পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছিলেন এবং সেরা নতুন শিল্পীর তালিকায়ও তার নাম ছিল। পরবর্তীতে তিনি আরও একটি অ্যালবাম প্রকাশ করেন এবং মিউজিক ভিডিওতে অভিনয়ও করেন। কিন্তু ২০২০ সালে জানান, তাকে মাদক খাইয়ে অজ্ঞান করে অপহরণ করা হয়েছিল। সে সময় তিনি ধর্ষণেরও শিকার হয়েছেন। এ কারণেই দীর্ঘদিন জনসমক্ষে আসেননি।

ডাফি সোশ্যাল মিডিয়াতে এক পোস্টে লিখেছিলেন, ‘অনেকেই জানতে চান, আমার কী হয়েছিল, আমি কোথায় হারিয়ে গিয়েছিলাম এবং কেন? সত্যিটা হলো, বিশ্বাস করুন, আমি এখন ঠিক আছি এবং নিরাপদ, আমাকে ধর্ষণ করা হয়েছিল, মাদক খাইয়ে অজ্ঞান করা হয়েছিল এবং কয়েক দিন ধরে আটকে রাখা হয়েছিল। অবশ্যই আমি বেঁচে গেছি, কিন্তু সুস্থ হতে অনেক সময় লেগেছে। এটা বলার কোনো সহজ উপায় নেই। তবে আমি আপনাদের বলতে পারি, গত দশ বছরে, বহু দিন আমি আবার সূর্যের আলো অনুভব করতে চেয়েছি, এখন সেটি পাচ্ছি।’

এ পোস্টের দুই মাস পর, আরও হৃদয়বিদারক বিবরণ দেন ডাফি।

একটি ব্লগ পোস্টে তিনি লেখেন, ‘সেদিন আমার জন্মদিন ছিল। একটি রেস্তোরাঁয় আমাকে মাদক খাইয়ে অজ্ঞান করা হয়, এরপর চার সপ্তাহ ধরে মাদক দেওয়া হয় এবং বিদেশে নিয়ে যাওয়া হয়। আমি বিমানে ওঠার কথা মনে করতে পারি না, যখন জ্ঞান ফেরে বুঝতে পারি একটি চলমান গাড়ির পেছনের সিটে রয়েছি।’

তিনি জানান, তাকে একটি হোটেল রুমে নিয়ে গিয়ে অপহরণকারী ধর্ষণ করেন। সেই ব্যক্তি তাকে হত্যার হুমকিও দিয়েছিল।

এইচ.এস/

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন