শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরা গণভবনে আবারও বসতে পারে মন্ত্রিসভার বৈঠক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

নাটোরের উত্তরা গণভবনে আবারও মন্ত্রিপরিষদের সভার বৈঠক বসতে পারে। সেই লক্ষ্যে ইতোমধ্যে শুরু হয়েছে সংস্কার কাজ। মন্ত্রিপরিষদ সচিব উত্তরা গণভবন পরিদর্শনও করেছেন বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। 

বিভাগীয় কমিশনার গণমাধ্যমকে বলেন, এর আগেও উত্তরা গণভবনে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আবারও উত্তরা গণভবনে মন্ত্রিপরিষদের‌ সভা হবে কিনা তা প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, মন্ত্রিসভা আয়োজনকে লক্ষ্য রেখে গণভবনের ভেতরের অংশে সংস্কার করা হয়েছে। সম্প্রতি ডিসি সম্মেলনে বিষয়টি তোলা হয়েছিল। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই উত্তরা গণভবনে হবে মন্ত্রিসভার বৈঠক।

আরো পড়ুন: একদিনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলেন ১৭৯ বিজিপি সদস্য

এ বিষয়ে জানতে চাইলে নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা গণমাধ্যমকে বলেন, এর আগেও একবার মাননীয় প্রধানমন্ত্রী উত্তরা গণভবনে মন্ত্রিসভার বৈঠক করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী চাইলে উত্তরা গণভবনে যেকোনো সময় মন্ত্রিসভার বৈঠক করতে পারেন।

আমরা গণভবনের সৌন্দর্য বর্ধনে কাজ করেছি। এই বিষয়ে এখনো কোনো চিঠি পাইনি। আমরাও প্রস্তুতি রেখেছি। নাটোরের জনপ্রতিনিধি এবং জনগণের আকাঙ্খা রয়েছে উত্তরা গণভবনে আবারও মন্ত্রিসভার বৈঠক হোক।

প্রসঙ্গত, দেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালের ৯ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে নাটোরের দিঘাপতিয়া রাজবাড়ির নাম পরিবর্তন করে ‘উত্তরা গণভবন’ হিসেবে নামকরণ করেন।

এইচআ/

উত্তরা গণভবন মন্ত্রিসভার বৈঠক

খবরটি শেয়ার করুন