রবিবার, ২৫শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

‘সন্ত্রাসীরা ছদ্মবেশে মেয়েদের ওপর হামলা চালিয়েছে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

অন্যদের ওপর দোষ চাপাতে সন্ত্রাসীরা মেয়েদের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সোমবার (১৫ই জুলাই) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০০ শিক্ষার্থীর ওপর এই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তারা ছদ্মবেশে মেয়েদের ওপর হামলা করে অন্যদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে।  তারা সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’

শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে রাস্তায় নেমেছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার স্বার্থে নেমেছি।

তিনি আরও বলেন, আমরা সবসময় বলেছি, কোটার যৌক্তিক সংস্করণ চাই। আমরা আশা করছি, এর একটি যৌক্তিক সংস্কার হবে।

ছাত্রলীগ সভাপতি বলেন, যারা নৈরাজ্য করবে, রাজাকারদের তোষণ করার রাজনীতি বাস্তবায়নের চেষ্টা করবে, তাদেরকে মোকাবিলা করার জন্য সাংগঠনিক ও রাজনৈতিকভাবে প্রস্তুত রয়েছি।

ওআ/কেবি

কোটার বিরোধী আন্দোলন

খবরটি শেয়ার করুন