শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রাফা অভিযান পরিকল্পনা স্থগিত করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টোইনের অবরুদ্ধ গাজার রাফায় স্থল-অভিযানের পরিকল্পনা স্থগিত করেছে ইসরায়েল। আমেরিকার সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য এটি স্থগিত করা হয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জন কিরবি বলেন, বাইডেন প্রশাসনের আশা, এই বৈঠক শেষ না হওয়া পর্যন্ত অন্তত রাফাতে কোনও হামলা হবে না। তিনি বলেন, এই আলোচনার তারিখ ধার্য হয়নি।

গাজা ভূখণ্ডের দক্ষিণ প্রান্তের শহরে হামাসকে নির্মূল করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থল অভিযানের ঘোষণা দেন। যদিও আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব রাফায় হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে।

আরও পড়ুন: গাজাবাসীকে অনাহারে রাখা যুদ্ধাপরাধ, ইসরায়েলকে জাতিসংঘ

প্রসঙ্গত, সম্প্রতি নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেয়নি আমেরিকা। এরপরই নেতানিয়াহু ইসরায়েলের প্রতিনিধি দলকে ওয়াশিংটনে পাঠাতে অস্বীকৃতি জানান। তবে দ্রুত সময়ের মধ্যে তিনি আবার তার মত পাল্টান।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার ভোটদানে বিরত থাকার প্রতিবাদে নেতানিয়াহু সোমবার প্রতিনিধিদলের সফর বাতিল করেন। আমেরিকা ভেটো না দেওয়ায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে অবিলম্বে বিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ হয়। হোয়াইট হাউস বুধবার নিশ্চিত করে যে, এই বৈঠকে পুনরায় বসতে রাজি হয়েছেন নেতানিয়াহু।

বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা রাফাতে হামলার পরিকল্পনা ত্যাগ করতে ইসরায়েলকে অনুরোধ করেছেন। রাফায় ১৪ লাখের বেশি প্যালেস্টোইনি বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছেন। হামাসের বিরুদ্ধে প্রায় ছয় মাসব্যাপী যুদ্ধে ইসরায়েলের আচরণ নিয়ে দ্বিপাক্ষিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসকে/ 

ইসরায়েল রাফা অভিযান

খবরটি শেয়ার করুন