বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে *** শুল্কে সুবিধা পেতে আমেরিকার গম বাড়তি দামে কিনবে সরকার

প্রথমবার ইমরানের সুর ও সংগীতে একসঙ্গে গাইলেন হাবিব-ন্যান্‌সি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ৯ই জুন ২০২৫

#

‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানের পোস্টারে ইমরান, ন্যান্‌সি এবং হাবিব। ছবি: সংগৃহীত

একসঙ্গে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্‌সি। দুজনের সঙ্গে আলাদাভাবে কাজ হয়েছে আরেক সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের। এবার প্রথবারের মতো ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে একসঙ্গে গাইলেন হাবিব ও ন্যান্‌সি। ঈদ উপলক্ষে নির্মিত ‘হৃদয়ের কথা’ নাটকের একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা।

গতকাল রোববার (৮ই জুন) সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হাবিব ও ন্যান্‌সির গাওয়া ‘ভালোবাসি শুধু যে তোমারে’ শিরোনামের গানটি। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। ভিডিওতে দেখা গেল নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনীকে।

ফেসবুকে গানটি শেয়ার করে ইমরান মাহমুদুল লিখেছেন, ‘হাবিব ওয়াহিদ ও ন্যান্‌সি একসঙ্গে মানেই দারুণ কিছু। তাদের কণ্ঠে এবার হৃদয় ছুঁয়ে যাওয়া এক গান হৃদয়ের কথা নাটকে। শিরোনাম “ভালোবাসি শুধু যে তোমারে”। হাবিব-ন্যান্‌সি জুটি প্রথমবারের মতো আমার সুর ও সংগীতে একসঙ্গে গাইলেন। অনেক ভালোবাসার একটা গান। এখন আপনাদের কাছে দিয়ে দিলাম।’

‘হৃদয়ের কথা’ নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। নাটকের গল্পে দেখা যাবে মফস্বলের দুই তরুণ-তরুণী হৃদয় ও কথা একে অপরকে ভালোবাসে। একসময় হৃদয়ের কাছে এসে কথা জানায় তাকে ভুলে যেতে, না হলে তাকে নিয়ে পালিয়ে যেতে। এরপর পালিয়ে বিয়ে করে তারা।

ঘটনাক্রমে খুন হয় কথা। তার পরিবারের সবাই সন্দেহ করে হৃদয়কে। যে মেয়েকে ভালোবাসে বিয়ে করল হৃদয়, তাকে খুনের অভিযোগে জেল হয় তার। কথার সঙ্গে ঠিক কী হয়েছিল আর হৃদয় খুনি কী না, তা জানা যাবে নাটক রিলিজের পর। শিগগিরই সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এ নাটক। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু প্রমুখ।

এইচ.এস/

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন