শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মিষ্টি আলু চাষে খরচ ২৫ হাজার, বিক্রি লাখ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ির প্রান্তিক চাষিরা বাজিমাত করছেন মিষ্টি আলু চাষে। স্থানীয় বাজারসহ রাজধানীতে ব্যাপক চাহিদা থাকায় বেড়েছে মিষ্টি আলুর চাষ।

চাষিরা জানান, মিষ্টি আলুতে বিনিয়োগ কম। প্রতি বিঘায় চাষ করতে খরচ হয় ২৫ হাজার টাকা। এক বিঘা জমিতে ১০০ মণ আলু উৎপাদন হয়। যার মূল্য ৭০ হাজার থেকে ১ লাখ টাকা। প্রতি মণ মিষ্টি আলুর দাম ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা। অল্প খরচে বেশি লাভবান হন কৃষক। তাই মিষ্টি আলু চাষে ঝুঁকছেন কৃষকরা।

আরো পড়ুন: বাঁশ ফুলের বীজ থেকে তৈরি হচ্ছে খাওয়ার উপযোগী চাল

উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ বলেন, বিগত সময়ের মতোই কয়েক বছর ধরে এখানে আলুর চাষ বাড়ছে। কম খরচে বেশি লাভবান হওয়ায় কৃষকেরা মিষ্টি আলু চাষে ঝুঁকছেন। আমরা চাষিদের সব ধরনের সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

এসি/ আই.কে.জে/ 

মিষ্টি আলু লাখ টাকা

খবরটি শেয়ার করুন