শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রমজানের প্রথম ১০ দিনে মসজিদে নববীতে কোটি মুসল্লি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র রমজানের প্রথম ১০ দিনে মদিনার মসজিদে নববীতে ১ কোটিরও বেশি মুসল্লি পরিদর্শন করেছেন।

এছাড়া একই সময়ে প্রায় সাড়ে সাত লাখ মুসল্লি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় জিয়ারত করে সালাম পেশ করেছেন।

রোববার (২৪শে মার্চ) গালফ নিউজের  এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের প্রথম ১০ দিনে এক কোটিরও বেশি মুসল্লি পবিত্র মসজিদে নববীতে ভিড় করেছেন বলে জানিয়েছে দ্য জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য গ্রান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট’স মস্ক।

কর্তৃপক্ষের জারি করা পরিসংখ্যান থেকে জানা গেছে, রমজানের প্রথম ১০ দিনে মসজিদে নববীতে মোট ৯৮ লাখ ১৮ হাজার ৪৭৪ জন ইবাদতকারী ও দর্শনার্থীকে স্বাগত জানানো হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, একই সময় সীমায় ৭ লাখ ৩৯ হাজার ৭০২ জন মুসল্লি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় জিয়ারত করেছেন।

নিজেদের সাংগঠনিক পদ্ধতিতে মসৃণভাবে ভিড় ব্যবস্থাপনার পাশাপাশি পুরুষ ও নারীদের উভয়ের জন্য পরিদর্শনের সময়সূচী নিশ্চিত করে কর্তৃপক্ষ।

ওআ/

রমজান

খবরটি শেয়ার করুন