সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বেগুনের কেজি ২ টাকা ও লাউ বিক্রি হচ্ছে ৫ টাকায়!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

পাবনার সাঁথিয়ার কৃষকরা পানির দামে বিক্রি করছে তাদের উৎপাদিত বেগুন ও লাউ। পাবনার সবজি উৎপাদনে অন্যতম উপজেলা সাঁথিয়া। চলতি মৌসুমে এ উপজেলায় বেগুনের ব্যাপক চাষ হয়েছে। রমজানের আগে ও শুরুতে এক কেজি বেগুন বাজারে ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হতো। সেই বেগুন সপ্তাহের ব্যবধানে  প্রকারভেদে ৫ থেকে ১০ টাকা বিক্রি হচ্ছে। 

উপজেলার বিষ্ণুপুর গ্রামের এক কৃষক গণমাধ্যমকে জানান, তিনি বিষ্ণুবাড়িয়া মাঠে ২ বিঘা জমিতে গোল জাতের বেগুনের আবাদ করেন। জমিতে প্রচুর পরিমাণ বেগুন আসলেও দামে হতাশা হয়ে পড়েছেন। 

তিনি জানান, গত ১৮ই মার্চ জমি থেকে ২৯ বস্তা বেগুন তোলা হয়। পাইকারি ব্যবসায়ীরা  ২৯ বস্তা (৪৩ মন) বেগুনের দাম ৪ হাজার টাকা করে দেন। যা কেজিতে ২.৫০ টাকা করে দাম পান।

এদিকে রমজানের আগে যে লাউয়ের মূল্য বাজারে ৬০ টাকা থেকে ৮০ টাকা ছিল, সেই লাউ এখন বর্তমানে বাজারে হালি হিসেবে বিক্রি হচ্ছে। উপজেলার বাজার গুলোতে ৫ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে।

লাউ চাষিরা গণমাধ্যমকে জানান,  ভালো দাম না পাওয়ায় লাউ এখন ৫ থেকে ১০ টাকা বিক্রি হচ্ছে। এ দামে উৎপাদন খরচ উঠছে না তাদের। 

সাঁথিয়া উপজেলা কৃষি অফিসার সঞ্জিত কুমার গৌসামী গণমাধ্যমকে জানান, পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে বাজারের এমন পরিস্থিতি হতে পারে। কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের আহ্বান জানান।

ওআ/ আই. কে. জে/ 


বেগুন লাউ

খবরটি শেয়ার করুন