মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফারাক্কার গেট খুললেও বাংলাদেশে শঙ্কার কারণ নেই : বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র *** ফারাক্কার গেট খোলার পরও পদ্মায় পানি কমছে *** পুলিশে বড় রদবদল, ২৪ জেলায় নতুন এসপি *** বন্যা পরিস্থিতির উন্নতি, ঢাকা-চট্টগ্রাম রুটে আজ শুরু হচ্ছে ট্রেন চলাচল *** সহসাই গ্যাস-বিদ্যুতের দাম বাড়ছে না : বিইআরসি চেয়ারম্যান *** মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম সংস্কার চেয়ে হাইকোর্টে রিট *** প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম *** নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কখন? *** গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ *** বাংলাদেশ ইস্যুতে বাইডেনের সঙ্গে কথা বললেন মোদি

ক্লদিয়া শিনবাউম মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ক্লদিয়া শিনবাউম (৬১)। তিনি ৫৮ দশমিক ৩ শতাংশ থেকে ৬০ দশমিক ৭ শতাংশের মধ্যে ভোট পেয়ে জয়ী হয়েছেন দেশটির জাতীয় নির্বাচনী সংস্থা।

প্রাথমিক নির্বাচনী ফলাফল অনুযায়ী দেখা গেছে, প্রধান প্রতিদ্বন্দ্বী জোচিল গালভেজের চেয়ে ৩০ শতাংশ পয়েন্ট ও মধ্যপন্থী হর্হে আলভারেজ মেইনেজের চেয়ে ৫০ শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়েছেন ক্লদিয়া।

সোমবার (৩রা জুন) দুটি প্রধান বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

জাতীয় নির্বাচনে নারীদের ভোটাধিকার লাভের ৭০ বছর পর প্রথম নারী প্রেসিডেন্ট পেল দেশটি। এর আগে তিনি মেক্সিকো সিটির মেয়র ছিলেন। ক্লদিয়া একজন প্রশিক্ষণপ্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী।

ক্লদিয়ার জয়ে তার সমর্থকরা মারিয়াচি সংগীতের তালে পতাকা উড়িয়ে নেচে-গেয়ে রাজধানী মেক্সিকো সিটির প্রধান চত্বরে উদযাপন করেছেন।

আরো পড়ুন: ইসরায়েলিরা ঢুকতে পারবে না মালদ্বীপে

প্রাথমিক ফলের পর দেশবাসীর উদ্দেশে ক্লদিয়া বলেন, আমি ওব্রাদরের অগ্রগতি আরো এগিয়ে নিতে চাই। আমি আপনাদের হতাশ করব না।

সমর্থকদের মুহুর্মুহু ‘প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট’ হর্ষধ্বনির মধ্যে তিনি বলেন, এই প্রজাতন্ত্রের ২০০ বছরের মধ্যে প্রথমবারের মতো আমি মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হয়েছি।

রোববার (২রা জুন) মেক্সিকোয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১০ কোটি। দেশটির মোট জনসংখ্যা ১২ কোটি ৯০ লাখ।

শিনবাউম আগামী ১লা অক্টোবর ক্ষমতা গ্রহণ করবেন এবং এরপর দায়িত্ব পালন করবেন পরবর্তী ছয় বছর।

সূত্র:এএফপি ও আল-জাজিরা

এসি/

প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম

খবরটি শেয়ার করুন