ছবি: সংগৃহীত
আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে আমেরিকার সদ্য চালানো ক্ষেপণাস্ত্র হামলা হঠাৎ নয়, বরং কয়েক মাসের পরিকল্পনা ও গোপন প্রস্তুতির ফল। এসব অভিযানে মিসডাইরেকশন বা বিভ্রান্তির কৌশল প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির।
হেগসেথ বলেন, ‘এ পরিকল্পনা ছিল দীর্ঘমেয়াদি। এতে ছিল সপ্তাহ ও মাসব্যাপী প্রস্তুতি এবং অবস্থান গ্রহণ, যেন যখন আমেরিকার প্রেসিডেন্ট নির্দেশ দেবেন, তখনই আমরা প্রস্তুত থাকি।’
তিনি আরও জানান, ‘এটি ছিল অত্যন্ত নির্ভুলতা ও গোপনীয়তায় ভরা একটি সামরিক পরিকল্পনা। এমনকি আমাদের বি-২ বোমারু বিমানগুলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ ও বহির্গমন করেছে—যা গোটা বিশ্ব বুঝতেই পারেনি।’
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরদিন পেন্টাগনে ব্রিফিং করেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ব্রিফিংয়ের শুরুতেই তিনি জানান, শনিবার (২১শে জুন) রাতের হামলা পরিকল্পিতভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা ‘দুর্বল’ এবং ‘ধ্বংস’ করার জন্য চালানো হয়েছিল।
তিনি বলেন, এ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংসপ্রাপ্ত’ হয়েছে। তবে সামরিক বা বেসামরিক লোক হতাহত হয়নি।
পিট হেগসেথ আরও বলেন, অনেক প্রেসিডেন্টই ইরানের পারমাণবিক কর্মসূচিতে চূড়ান্ত আঘাত হানার স্বপ্ন দেখেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ছাড়া কেউই তা বাস্তবায়ন করতে পারেননি। যে কারণে এ অভিযানকে সাহসী ও দুর্দান্ত বলেও আখ্যা দেন প্রতিরক্ষামন্ত্রী।
খবরটি শেয়ার করুন