শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সোমালিয়ান জলদস্যুদের জাহাজ থেকে ১৭ নাবিক উদ্ধার, ৩৫ জলদস্যুর আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সোমালিয়ান জলদস্যুদের ছিনতাই করা পণ্যবাহী জাহাজ ‘এমভি রুয়েন’ থেকে ১৭ জন নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে নৌবাহিনীর এক মুখপাত্র। 

শনিবার (১৬ই মার্চ) মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে ভারতীয় নৌবাহিনী জানায়, মাল্টার পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ এমভি রুয়েনে থাকা ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে। আর জাহাজটি অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক রয়েছে কিনা তা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে এমভি রুয়েন ছিনতাই করে সোমালি জলদস্যুরা।

শুক্রবার (১৫ই মার্চ) জাহাজটিকে জব্দ করা হয় এক বিবৃতিতে  জানায় ভারতীয় নৌবাহিনী। জাহাজে থাকা জলদস্যুদের আত্মসমর্পণ ও আটককৃত বেসামরিক নাগরিকদের ছেড়ে দেয়ার আহ্বান করা হয়েছে।

আরো পড়ুন: সোমালি জলদস্যুদের ছিনতাইয়ে ব্যবহৃত জাহাজে ভারতীয় নৌবাহিনীর হামলা

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনী এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং নাবিকদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী যে কার্গো জাহাজ ছিনতাই করা হয়েছে, তার জন্য এ জাহাজটিকে জলদস্যুরা ঘাঁটি হিসেবে ব্যবহার করে থাকতে পারে।

সূত্র: আল জাজিরা

এইচআ/ 

জলদস্যু সোমালিয়া এমভি রুয়েন

খবরটি শেয়ার করুন