শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনার সেই বাড়িতে সোয়াট-অ্যান্টি টেরোরিজম ইউনিটের অভিযান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ৯ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালাচ্ছে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষায়িত অ্যান্টি টেরোরিজম ইউনিট। এছাড়াও সেখানে আছে বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট) ও বোম্ব ডিসপোজাল ইউনিটও।

রোববার (৯ই জুন) সকাল ৯টার দিকে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি দল ঘটনাস্থলে প্রবেশ করে।  

এদিন সকালে কাউন্টার টেরোরিজম ইউনিটের ১৫ সদস্যের টিম এসে ওই বাড়িতে অভিযান শুরু করে বলে গণমাধ্যমকে জানান নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ। অভিযান শেষে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন: বেনজীরের রিসোর্টের মাছ চুরির সময় হাতেনাতে আটক

এর আগে শনিবার (৮ই জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশে সেখানে গিয়ে আস্তানাটি ঘেরাও করে।

তখন ফয়েজ আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চারদিক থেকে বাড়িটি ঘিরে রেখেছে। প্রাথমিকভাবে আমরা একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি পেয়েছি। এছাড়াও ট্রেনিংয়ের জন্য রাখা বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। এখানে বোমা থাকার আশঙ্কা রয়েছে।

এইচআ/ আই.কে.জে/

জঙ্গি প্রশিক্ষণ কাউন্টার টেরোরিজম ইউনিট

খবরটি শেয়ার করুন