বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

চিকিৎসার জন্য সরকারি সহায়তা চান না ফরিদা পারভীন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

#

ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে অসুস্থ লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন। ভুগছেন কিডনি ও ডায়াবেটিস সমস্যায়। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় আইসিইউতে নিতে হয় এ শিল্পীকে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না ফরিদা পারভীন। তার চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী। ফরিদা পারভীনের জন্য এটি অসম্মানজনক বলেও জানান তিনি। নিজের চিকিৎসার জন্য কোনো সরকারি সহায়তা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন ফরিদা পারভীন।

ফরিদা পারভীনের চিকিৎসা সহায়তা চেয়ে ছড়িয়ে পড়া গুজব নিয়ে ইমাম জাফর নোমানী ফেসবুকে লেখেন, ‘আম্মার (ফরিদা পারভীন) চিকিৎসা যতটা ভালোভাবে করা সম্ভব, তা-ই চেষ্টা করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়সহ, বেশ কয়েকজন উপদেষ্টা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আম্মা অত্যন্ত সম্মানের সঙ্গে সব ধরনের অনুদান গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি চান সরকারি এসব অনুদান আর্থিকভাবে অসচ্ছল মানুষের কাজে আসুক। যে সকল পেজ ও সাংস্কৃতিক সংগঠন ফরিদা পারভীনের নামে যত্রতত্র অনুদান চেয়ে বেড়াচ্ছে, তারা কি বোঝে না—এটা তার জন্য কতটা অসম্মানজনক?’

গত ৩০শে জুনও সবাইকে প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে ইমাম জাফর নোমানী লিখেছিলেন, ‘আপনারা অনেকে অবগত আছেন যে, আমাদের আম্মা, কণ্ঠশিল্পী ফরিদা পারভীন বেশ কিছুদিন শারীরিক অসুস্থতায় ভুগছেন। আমরা নানা মাধ্যম থেকে জানতে পেরেছি, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তার নাম ব্যবহার করে তার চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি অনুদান সংগ্রহের চেষ্টা করছে। তার চিকিৎসার জন্য কোনো ধরনের আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই। এ ধরনের কোনো আবেদন আম্মা বা আমাদের পক্ষ থেকে করাও হয়নি। তার প্রয়োজনীয় সব চিকিৎসা যথাযথভাবে চলছে, আলহামদুলিল্লাহ। সবাইকে এসব প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।’

জে.এস/

ফরিদা পারভীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন