শনিবার, ২৯শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাস্ট ব্যাংকে চাকরি, বয়স ৫০ হলেও আবেদন

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংকটি আইটি বিভাগে হেড অব ইনফরমেশন টেকনোলজি (ভিপি-ইভিপি) পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: হেড অব ইনফরমেশন টেকনোলজি (ভিপি-ইভিপি)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএস/সিএসই/আইসিটি/ইইই বিষয়ে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ অন্তত স্নাতক বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট বা বিজনেস সলুশন ডিপ্লয়মেন্টে আইটি সার্টিফিকেশন থাকতে হবে।

অভিজ্ঞতা: আইসিটি সেক্টরে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হেড অব আইটি পদে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আইসিটি পলিসি অ্যান্ড প্ল্যানিং, ফিন্যান্সিয়াল নেটওয়ার্ক অ্যান্ড অ্যাপ্লিকেশন, ফিন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমস, সাইবার সিকিউরিটি টেকনোলজি, পেমেন্ট টেকনোলজি ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ হতে হবে। আইটি সিস্টেমস মনিটরিং টুলস, এসওসি, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ও ভার্সন কন্ট্রোল সিস্টেম যেমন জিআইটি বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৫০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ট্রাস্ট ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০শে জুন ২০২৪ পর্যন্ত।

এসি/

আরো পড়ুন: ইস্টার্ন ব্যাংকে নিয়োগ, দ্রুত আবেদন করুন

চাকরি ট্রাস্ট ব্যাংক

খবরটি শেয়ার করুন