সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আরও ইউরোপীয় দেশের স্বীকৃতি পাবে প্যালেস্টাইন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বেশ কয়েকটি ইউরোপীয় দেশ মে মাসের শেষের দিকে প্যালেস্টাইনকে রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক নীতির প্রধান জোসেপ বোরেল।

সোমবার (২৯শে এপ্রিল) সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকের এক ফাঁকে এই তথ্য জানিয়েছেন তিনি। 

আরো পড়ুন: বাংলাদেশে কেন এত গরম পড়ছে?

এর আগে গত মার্চ মাসে স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া জানায় প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ারে জন্য তারা যৌথভাবে কাজ করবে। তবে ইউরোপের এই চার দেশের প্যালেস্টাইনপন্থী মনোভব ভালোভাবে নেয়নি ইসরায়েল। দেশ চারটিকে সতর্ক করে দিয়ে ইসরায়েল বলেছে, তাদের উদ্যোগটি সন্ত্রাসবাদের জন্য পুরস্কার হিসেবে বিবেচিত হবে।

সূত্র: আল আরাবিয়া 

এইচআ/  

ইইউ স্বীকৃতি প্যালেস্টাইন

খবরটি শেয়ার করুন