ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কবির চারটি গান নিয়ে তৈরি হলো অ্যালবাম ‘দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। গানগুলো নতুনভাবে সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব। ইলেকট্রনিক সাউন্ডের সংমিশ্রণে নজরুলের গানগুলোকে উপস্থাপন করা হয়েছে নতুনভাবে, ভিন্ন এক অনুভবে। গেয়েছেন দিলশাদ নাহার কনা, মাশা ইসলাম, শামীম হাসান ও জাহিদ নিরব।
দিলশাদ নাহার কনা গেয়েছেন ‘মোর ঘুমঘোরে’, মাশা ইসলাম গেয়েছেন ‘আমার আপনার চেয়ে’, শামীম হাসান ‘উচাটন মন’ এবং জাহিদ নিরব কণ্ঠ দিয়েছেন ‘সুরে ও বাণীর মালা দিয়ে’। ২৪শে মে রাজধানীর যাত্রা বিরতিতে অনুষ্ঠিত হবে প্রকাশনা অনুষ্ঠান। দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব শিরোনামের এ অনুষ্ঠানে শিল্পীরা গেয়ে শোনাবেন গানগুলো।
নজরুলের গানের পাশাপাশি নিজেদের পছন্দের কিছু গানও পরিবেশন করবেন তারা। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
দ্য নজরুল টেপস—রিফ্লেক্টড বাই জাহিদ নিরব অ্যালবাম নিয়ে জাহিদ নিরব বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জন্য আশীর্বাদ। তার জীবনদর্শন, চিন্তা ও সৃষ্টিশীলতা সব সময় আমাকে অনুপ্রাণিত করেছে। নজরুলের গান নিয়ে কাজ করাটা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা।'
এইচ.এস/
খবরটি শেয়ার করুন