বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

একজন ভালো জীবনসঙ্গীর গুণাবলী

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রত্যেকের মনে একটাই আশা থাকে আমার জীবনসঙ্গী ভালো গুণাবলীর হোক। তাকে অনেক বেশি ভালোবাসুক, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সমর্থন করুক।

একজন ভালো জীবনসঙ্গী কয়েকটি গুণ থাকা জরুরি। যা অনেকের মধ্যেই বিরাজ করে না। চলুন তবে জেনে নেওয়া যাক একজন ভালো জীবনসঙ্গীর কয়েকটি বৈশিষ্ট্য-

পরিবারের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল

একজন ভালো জীবনসঙ্গী তার সঙ্গী ও পরিবারের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল হয়ে থাকবে। এমন ব্যক্তিরা প্রতিকূল পরিবেশে সঙ্গীর সঙ্গ ছাড়েন না।

সঙ্গীর ভালোমন্দের দিক

একজন ভালো জীবনসঙ্গী অন্যান্য দায়িত্বের পাশাপাশি সঙ্গীর ভালোমন্দের দিকেও সমান দায়িত্ব পালন করেন। সঙ্গীকে সময় দেন তারা।

আরো পড়ুন : বুঝবেন কীভাবে সে আপনাকে ভালোবাসে?

উৎসাহ ও অনুপ্রেরণা

সঙ্গীর সব কাজে উৎসাহ ও সম্মান প্রদর্শন করেন এমন ব্যক্তিরা। তারা সঙ্গীকে উৎসাহ ও অনুপ্রেরণা দেন সব সময়। সঙ্গীর সিদ্ধান্তকেও সম্মান করেন। কখনো নিজের মতামত বা সিদ্ধান্ত চাপিয়ে দেন না।

সমাধান

যে কোনো সমস্যা সমাধান করে ঠান্ডা মাথায় একজন ভালো জীবনসঙ্গী। তারা এমন সমাধান বের করেন যা পরিবার ও সংসার তথা সবার জন্যই ভালো হবে।

টিমওয়ার্ক

সঙ্গীর সঙ্গে যে কোনো বিষয়ে আলাপচারিতার মাধ্যমে একসঙ্গে মিলে কাজ করতে পছন্দ করেন তারা। টিমওয়ার্ক প্রতিটি বিবাহের একটি গুরুত্বপূর্ণ দিক। এই গুণ কখনো উপেক্ষা করা উচিত নয়।

খারাপ দিক

প্রিয় মানুষটির খারাপ দিকগুলো কখনো তুলে ধরেন না একজন ভালো জীবনসঙ্গী। বরং ভালো দিকগুলো মানুষের কাছে প্রকাশ করেন, যাতে সঙ্গীর সম্মানহানি না ঘটে।

সাধারণত একজন ভালো জীবনসঙ্গী দয়ালু, করুণাময়, শ্রদ্ধাশীল, সুখী ও যত্নশীল হন। এমন জীবনসঙ্গী পেলে সংসারও হয় সুখের, জীবন হয় আনন্দময়।

এস/ আই.কে.জে/


জীবনসঙ্গী

খবরটি শেয়ার করুন