সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

হজের খুতবায় মুসলিম উম্মাহর কল্যাণ কামনা, প্যালেস্টাইনের জন্য দোয়া

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজ শনিবার (১৫ই জুন) ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম রোকন পবিত্র হজ পালিত হচ্ছে। হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে সৌদি আরবের মক্কার অদূরে আরাফার প্রান্তরে সমবেত হয়েছেন প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলিম।

সেখানে মসজিদে নামিরায় হজের খুতবায় মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন হজের ইমাম। এছাড়া নির্যাতিত প্যালেস্টাইনদের জন্য দোয়া করেছেন তিনি।

বাংলাদেশ সময় শনিবার (১৫ই জুন) বিকেল সোয়া তিনটার দিকে খুতবা শুরু হয়। এবার হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. শেখ মাহের বিন হামাদ। বাংলাসহ প্রায় ৫০টি ভাষায় এটি অনুবাদ করে শোনানো হয়।

হজের খুতবায় ইমাম মুসলমানদের ধর্মীয় বিধান যথাযথভাবে মেনে চলার তাগিদ দিয়েছেন। এছাড়া আচার-আচরণ পরিশুদ্ধ এবং পরকালের পাথেয় সংগ্রহে সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ওআ/



হজ প্যালেস্টাইন

খবরটি শেয়ার করুন