বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলো বিএনপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারকারী ও চাঁদাবাজদের সতর্ক করতে মাইকিং করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২১শে জানুয়ারি) দিনব্যাপী বেতাগী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এ মাইকিং করা হয়। 

উপজেলা বিএনপি গণমাধ্যমকে জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কিছু কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠছে। তারা বিএনপির নেতাকর্মীদের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও চাঁদাবাজি চালাচ্ছেন। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা না থাকলেও অপপ্রচার চালিয়ে সম্মানহানীর চেষ্টা করা হচ্ছে। এসব কুচক্রী মহলের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে এবং চাঁদাবাজি বন্ধ করতে উপজেলা জুড়ে মাইকিং করা হয়েছে।  

বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে এলাকায় মাইকিং করা হয়েছে। ইতোমধ্যে আমরা লক্ষ করেছি কিছু কুচক্রী মহল নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড করে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ছাড়া তারা বিএনপি পরিচয়ে অবৈধভাবে বিভিন্ন স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। এসব অপপ্রচার ও চাঁদাবাজি বন্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। সপ্তাহ জুড়ে এ মাইকিং কার্যক্রম চলবে। 

ওআ/কেবি

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন