মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আজও কর্মসূচি পালন করবে ‘বাংলা ব্লকেড’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ফাইল ছবি

কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে রোববার (৭ই জুলাই) দেশব্যাপী বাংলা ব্লকেড কর্মসূচি পালন করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক-মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সোমবারও (৮ই জুলাই) শিক্ষার্থীদের এই কর্মসূচি চলবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

রোববারের কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে ঢাকার বড় অংশ। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঘোষণা দেন, দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের জন্য তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখবেন।

আরো পড়ুন: কলকাতায় হারানো আইফোন উদ্ধার হলো চট্টগ্রামে 

এই আন্দোলনের সমন্বয়করা এ কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, রোববার শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি। সোমবার ফার্মগেট পার হয়ে যাব। বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের জমায়েত হবেন।

এবার ‘সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিলের’ এক দফা দাবিতে তারা কর্মসূচি পালন করবেন। এই বিষয়ে সংসদে আইন পাসেরও দাবি জানিয়েছেন তারা। সন্ধ্যায় শাহবাগ মোড়ে অবস্থান নেয়া শিক্ষার্থীরা সারাদেশে কর্মসূচি পালনের আহ্বান জানান। পরে তারা শাহবাগসহ রাজধানীর বিভিন্ন সড়ক থেকে অবরোধ তুলে নেন। এতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে দীর্ঘক্ষণ অচল থাকায় সড়কে হাজারো গাড়ির জটলা বেঁধে যায়। যা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সদস্যদের গলদঘর্ম হতে হয়। আর ভোগান্তি মাথায় নিয়ে বাড়ি ফিরতে শুরু করেন কর্মজীবী ও সাধারণ মানুষ।  

রোববার বিকেল ৩টার পর সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবি আদায়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।

এইচআ/ আই.কে.জে/

রাজধানী বাংলা ব্লকেড

খবরটি শেয়ার করুন