ছবি: সংগৃহীত
ব্রিটেনের লেবার পার্টির সদ্যঘোষিত একাধিক পার্লামেন্টারি কমিটিতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কয়েকজন এমপি স্থান পেয়েছেন। তাদের একজন হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ড. রূপা হক। তাকে সংস্কৃতি, মিডিয়া এবং ক্রীড়া কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
নতুন পদে থাকাকালীন বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন ড. হক। এর মধ্যে রয়েছে, ব্রিটিশ মিডিয়া ও গণমাধ্যম সংক্রান্ত দেশটির শীর্ষ পর্যায়ে নীতিনির্ধারণী আলোচনা ও আইনি তদারকিতে সরাসরি অংশ নেওয়া।
আরও পড়ুন: কিউবায় শক্তিশালী ভূমিকম্প, হতাহত নেই
৫২ বছর বয়সী রাজনীতিবিদ রূপা হক একাধারে একজন শিক্ষক, শিল্পী ও লেখক। সর্বশেষ কিংসটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার হিসেবে সমাজবিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন তিনি।
বাংলাদেশি দম্পতি মোহাম্মদ হক ও রওশন আরা হকের তিন কন্যার মধ্যে রূপা হক সবার বড়। তার বাবা-মা উভয়ে ছিলেন পাবনা জেলার বাসিন্দা। ১৯৭০ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান।
সরল ও বিনয়ী আচরণের জন্য নির্বাচনী এলাকার ভেতরে ও বাইরে যথেষ্ট সমাদর পেয়ে থাকেন ড. রূপা হক।
এসি/ আই.কে.জে