সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে টমেটো ৪ টাকা কেজি , লাউ বিক্রি হচ্ছে ৫ টাকায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ১লা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় এবার টমেটোর বাম্পার ফলন হলেও, মৌসুমের শেষ সময়ে এসে কৃষকের মাথায় হাত উঠেছে। যে টমেটো গত বছর জমিতে বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে, এবার সেই টমেটো চাষিরা বিক্রি করছেন মাত্র ৪ থেকে ৫ টাকায়। 

উত্তরাঞ্চলে জেলা ঠাকুরগাঁওয়ে সবজির বড় মোকাম গোবিন্দনগর। এখান থেকে প্রতিদিন শতাধিক ট্রাকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সবজি সরবরাহ করা হয়। আর শীত মৌসুমেই এ অঞ্চলের চাষিরা বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। কিন্তু গত কয়েক দিন থেকে ঠাকুরগাঁওয়ে পানির দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। আর দাম না পেয়ে টমেটোসহ অনেক সবজি ফেলে দিচ্ছেন এ অঞ্চলের চাষিরা।

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় ব্যাপক পরিমাণ টমেটো চাষ হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে কেজি প্রতি ৫০ টাকা দাম পেলেও বর্তমান বাজারে টমেটোর দাম ৪-৫ টাকা কেজি। আবার অনেক চাষি এই দামেও টমেটো বিক্রি করতে পারছেন না। ফলে অনেকেই টমেটো ফেলে দিতে বাধ্য হচ্ছেন। তবে চাষিরা কম দামে টমেটো বিক্রি করলেও সাধারণ ক্রেতাদের বেশি দামে বাজার থেকে টমেটো কিনতে হচ্ছে।

সদর উপজেলার নারগুন এলাকার চাষি এনামুল বলেন, মৌসুমের শুরুতে মাত্র কয়েক দিন টমেটোর দাম ভালো পেয়েছি। বর্তমানে কেজি প্রতি টমেটো ৪ থেকে ৫ টাকা দামে বিক্রি করছি। বাজারে আবার সেই টমেটোই বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। অথচ আমরা দাম পাচ্ছি না। চাষিরা আড়ৎদারদের কাছে কেজিপ্রতি মাত্র ৪ থেকে ৫ টাকা দামে টমেটো বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অথচ জমি থেকে টমেটো তোলার জন্য শ্রমিককে এর থেকে বেশি টাকা দিতে হয়।

তিনি আরো বলেন, এক বিঘা জমিতে টমেটো চাষ করতে খরচ হয় ২০-২৫ হাজার টাকা। কোনো কৃষকই এবার উৎপাদন খরচ তুলতে পারবে না।

জেলার প্রত্যেকটি উপজেলায় প্রচুর পরিমাণে পেঁপে এবং লাউ চাষ হয়। উপজেলা সদরের লাউ চাষি নিজাম জানান, এ অঞ্চলের লাউ চাষিরা বর্তমানে আড়ৎদারদের কাছে প্রতি পিস লাউ ৫-৭ টাকা দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অথচ গতবছর ২০-২৫ টাকা প্রতি পিস দরে বিক্রি করেছেন। এছাড়া শসা বিক্রি হচ্ছে মাত্র ১-২ টাকা কেজি দরে। মাসখানেক আগে চাষিরা ২০-৪০ টাকা কেজি দরে শসা বিক্রি করেছেন। একইভাবে বেগুনের দামও কমেছে।

গোবিন্দনগর মোকামের আড়ৎদার মতিন মিয়া বলেন, বর্তমানে সারাদেশেই সবজির দাম কম। এ কারণে ঠাকুরগাঁওয়ে আড়ৎদাররাও চাষিদের থেকে কাম দামে সবজি কিনছেন। এছাড়া এ মৌসুমে সবজির আবাদ বেশি হয়েছে। ফলনও বেড়েছে। সবমিলিয়ে এবার সবজির দাম কম।

আরো পড়ুন: মিষ্টি আলু চাষে খরচ ২৫ হাজার, বিক্রি লাখ টাকা

এসি/ আই.কে.জে/


টমেটো ঠাকুরগাঁওয়ে টমেটো

খবরটি শেয়ার করুন