সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতি : আমেরিকার প্রস্তাব আটকে দিলো চীন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৫ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার আনা খসড়া প্রস্তাব শুক্রবার আটকে দিয়েছে চীন ও রাশিয়া। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১১টি দেশ পক্ষে ভোট দেয়। নিরাপত্তা পরিষদের নীতি অনুযায়ী, একজন স্থায়ী সদস্য ভেটো দিলেই প্রস্তাব বাতিল হয়ে যায়। এক্ষেত্রে চীন ও রাশিয়ার ভোটে আমেরিকার খসড়া এ প্রস্তাব আটকে যায়।

জাতিসংঘে নিযুক্ত আলজেরিয়ার দূত আমার বেন্দজামা বলেন, প্রস্তাবের পাঠ্য (টেক্সট) অসম্পূর্ণ। তা প্যালেস্টাইনে সহ্য করা অপরিসীম যন্ত্রণা তুলে ধরতেও ব্যর্থ।

আরো পড়ুন: রমজানের দ্বিতীয় জুমায় আল-আকসায় লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

তিনি নিরাপত্তা পরিষদকে বলেন, যারা বিশ্বাস করে, ইসরায়েলি দখলদার শক্তি আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা বজায় রাখবে তারা ভুল। তাদের এই কল্পকাহিনী বাদ দিতে হবে। জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, খসড়াটিতে অত্যধিক রাজনীতিকরণ করা হয়েছে এবং গাজার রাফা শহরে সামরিক অভিযান চালাতে ইসরায়েলের জন্য একটি সবুজ সংকেত রয়েছে।

তিনি বলেন, প্রস্তাবে যুদ্ধবিরতির কোনো আহ্বান নেই। মার্কিন নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে। এদিকে জাতিসংঘে চীনের দূত ঝাং জুন বলেন, মার্কিন খসড়ায় যুদ্ধবিরতির বিষয়টি কৌশলে পরিহার করা হয়েছে, পাশাপাশি অস্পষ্ট রাখা হয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এড়িয়ে যাওয়া হয়েছে।

সূত্র: আলজাজিরা

এইচআ আই.কে.জে//

গাজা যুদ্ধবিরতি ভেটো

খবরটি শেয়ার করুন