বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

ইউরোপ সফরে লিজা-সাগর, কানাডায় অ্যাশেজ ও মিলা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ২১শে জুন ২০২৫

#

(বাঁ থেকে) সাগর বাউল, লিজা ও মিলা। ছবি: সংগৃহীত

বর্ষা মৌসুমে দেশে ব্যস্ততা কম থাকে শিল্পীদের। এ মৌসুমের বিকল্প হিসেবে শিল্পীরা ব্যস্ত হচ্ছেন বিদেশের কনসার্টে। চলতি মাসেই ইউরোপের পাঁচটি দেশে সংগীত পরিবেশন করতে ঢাকা ছেড়েছেন বেশ কয়েকজন সংগীতশিল্পী। এ ছাড়া কানাডায় গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ও ব্যান্ড অ্যাশেজ।

বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশের বেশ কয়েক শিল্পীকে নিয়ে ‘ট্যুর দ্য ইউরোপ’ অনুষ্ঠিত হবে পাঁচটি দেশে। ২২শে জুন প্যারিসে আয়োজিত অনুষ্ঠান দিয়ে শুরু হবে তাদের পরিবেশনা। গাইবেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল। তাদের সঙ্গে থাকবেন অভিনেত্রী তানহা তাসনিয়া ও স্বর্ণলতা। আরও থাকছেন সজল কুমার সাহা, রাজীব আহমেদ ও সেলিমউজ্জামান। উপস্থাপনায় থাকবেন মৌসুমী মৌ।

এরপর ২৯শে জুন বেলজিয়ামের লিজ, ৫ই জুলাই সুইজারল্যান্ডের জুরিখ, ৬ই জুলাই ইতালির মিলান ও ১৩ই জুলাই স্পেনের বার্সেলোনায় গান শোনাবেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউলরা।

বেলগো বাংলার সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিটন বলেন, ‘এ উৎসব শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি একটি চলমান সাংস্কৃতিক আন্দোলনের অংশ। প্যারিস, লিজ, জুরিখ ও বার্সেলোনার মতো ইউরোপীয় শহরগুলোতে বাংলার সুর ছড়িয়ে দিতে আমরা আয়োজন করেছি এ সফর।’

লিজা বলেন, ‘এবারের ইউরোপ সফরে পাঁচটি কনসার্টে গান গাইব। শুরু হবে ফ্রান্স শহরে। এর আগে ইতালি ও সুইজারল্যান্ডে পারফর্ম করলেও বাকি দেশগুলোতে এবারই প্রথম গাইব। আশা করছি, দর্শকদের মন জয় করে দেশে ফিরতে পারব।’

অন্যদিকে কানাডার চার শহরে কনসার্ট করবেন সংগীতশিল্পী মিলা ইসলাম। মিলার কানাডা সফরের প্রথম অনুষ্ঠানটি হবে ২৮শে জুন। এদিন মন্ট্রিয়ল শহরের রিয়াল্টো থিয়েটারে গাইবেন মিলা। এরপর ২রা জুলাই টরন্টো, ৬ই জুলাই আটলান্টিক মিউজিক ফেস্ট এবং ১২ই জুলাই ক্যালগারিতে কনসার্ট দিয়ে কানাডা সফর শেষ করবেন মিলা।

অ্যাশেজের কানাডা সফর শুরু হবে জুলাইয়ের প্রথম দিন থেকে। আগামী ১লা জুলাই টরন্টোর একটি অনুষ্ঠানে গান গাওয়ার মধ্য দিয়ে শুরু হবে তাদের পরিবেশনা। এরপর ৫ই  জুলাই রেজিনা, ১০ই জুলাই নিউফাউন্ডল্যান্ড, ১১ই জুলাই হ্যালিফ্যাক্স ও ১৩ই জুলাই মন্ট্রিয়লে গাইবে অ্যাশেজ। ঢাকা থেকে ২৯শে জুন কানাডার উদ্দেশে রওনা দেওয়ার কথা অ্যাশেজের। ১৪ই জুলাই দেশে ফেরার কথা ব্যান্ডটির। এরপর দেশেও বেশ কয়েকটি কনসার্ট করার পরিকল্পনা করছে তাদের।

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন