সোমবার, ২৬শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টিএসসিতে বন্যার্তদের জন্য ৪ দিনে সংগ্রহ ৫ কোটি ২৩ লাখ টাকা *** আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে ছাড় নয় : উপদেষ্টা আসিফ মাহমুদ *** বানভাসিদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত *** সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ *** বুধবার থেকে চলবে পারাবত এক্সপ্রেস *** নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী *** প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ হাজার ডলার দিয়েছে চীন *** রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে : ড. ইউনূস *** জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কের আদালত থেকে জামিনে মুক্ত ইলিয়াস হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেন তৃতীয়বারের মতো আদালত থেকে জামিন পেয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে নিউইয়র্কের কুইন্স ফৌজদারি আদালতে হাজির করা হলে বিচারক ইউজিন এম গুয়ারিনো তাকে জামিনের আদেশ দেন। একই সময় তার বিরুদ্ধে দুটি যোগাযোগ মাধ্যমে মামলার বাদীকে হয়রানি, জবরদস্তি ও ভীতি সৃষ্টির দুটি অভিযোগ গঠন করা হয়। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন ইলিয়াস হোসেন। 

এর আগে নিউইয়র্কের কাছে একটি দ্বীপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ। গ্রেপ্তারের পর জ্যামাইকার একটি হাজতে রাখা হয় ইলিয়াসকে। সোমবার (১৯শে ফেব্রুয়ারী) সকালে তাকে জামিনের জন্য আদালতে হাজির করা হয়।

নিউইয়র্কের কুইন্স ফৌজদারি আদালতে সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বাদীকে আক্রমণাত্মক হয়রানি এবং জবরদস্তি, ভীতি সৃষ্টি ও ইনজুরির ধারায় ২টি অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৭ থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে আইনজীবীরা ধারণা করছেন।  

আরো পড়ুন: কিম জং উনকে গাড়ি উপহার দিলেন পুতিন

সম্প্রতি মামলার বাদীর বাড়িতে বোমা হামলার হুমকিসহ আদালত অবমাননার অভিযোগে ইলিয়াস হোসেনের নামে হুলিয়া (পলাতক আসামিকে হাজিরের নোটিশ) জারি করে পুলিশ। অনলাইন অ্যাকটিভিস্ট মিল্টন জ্যাকব ও প্রিমা রব্বনীর করা মামলায় ১লা ফেব্রুয়ারি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে আটক করা হয়। তবে ছেড়ে দেওয়া হয় ছয় ঘণ্টা পর। ১৭ই জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। নিউইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেওয়ার জন্য তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ‘ধরিয়ে দিন’ পোস্টার লাগায়।

অভিযোগ রয়েছে, ২০শে জানুয়ারি দুপুরে মামলার বাদী মিল্টন জ্যাকবকে ফোন করে তার বাড়িতে বোমা নিয়ে আসবেন বলে হুমকি দেন ইলিয়াস। জ্যাকব মিল্টন ও প্রিমা রব্বনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেন ইলিয়াস, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ভিডিওটি মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে সিভিল ও ক্রিমিনাল আইনে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন মিল্টন ও প্রিমা রব্বনী। এরই পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত।

এসি/


নিউইয়র্ক ইলিয়াস হোসেন

খবরটি শেয়ার করুন