শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কন্যা সন্তান বিক্রি করতে গিয়ে গ্রেফতার বাবা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরি করে পাচারের চেষ্টাকালে নবজাতকের বাবা এবং আয়া লাইজুকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধারকৃত নবজাতককে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ই মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী সেতুর ওপর থেকে শিশু পাচারকারী লাইজু বেগমকে (৩৮) গ্রেফতার করা হয়। পরে লাইজুর স্বীকারোক্তি অনুযায়ী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শিশুটির বাবা হানিফ মৃধাকেও গ্রেফতার করে পুলিশ। 

ওসি বলেন, পরপর চারটি কন্যা সন্তান হওয়ায় নবজাতকের বাবা হানিফ মৃধা অখুশি হয়ে লাইজু বেগম নামে এক নারীর সঙ্গে যোগসাজসে বিক্রির উদ্দেশ্যে নিজের নবজাতককে চুরি করেন।  

এ বিষয়ে পটুয়াখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন : বেশি দামে খেজুর বিক্রি, ৯ ব্যবসায়ীকে জরিমানা

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ মৃধা ও লাইজু বেগম জানায়, এর আগেও হানিফ মৃধার তিনটি কন্যা সন্তান হয়েছে। আবারও কন্যা সন্তান প্রসব করায় হানিফ মৃধা অসন্তষ্ট হন। এ্যাপোলো হাসপাতালের আয়া লাইজু বেগমসহ অজ্ঞাত নামা আসামীদের প্ররোচনায় ও সহায়তায় নবজাতক সন্তানের মা মোসাম্মদ শাহনাজ বেগমের অগোচরে অধিক লাভের আশায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের স্ক্যানু থেকে শিশুটি চুরি করে লাইজুর হেফাজতে রাখেন। 

বৃহস্পতিবার (১৫ই মার্চ ) শিশুটিকে পাচারের চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। 

পটুয়াখালী সদর থানা পুলিশের ওসি জসিম আরো জানান, শিশুটিকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। মামলা তদন্তাধীন।

এস/ আই. কে. জে/ 


বাবা কন্যা সন্তান

খবরটি শেয়ার করুন