সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

স্বয়ংক্রিয়ভাবেই হবে স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা এইচআরএম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধা ও যোগ্যতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এখন থেকেই পদোন্নতি পাবেন। এর ফলে এখন থেকে কোনো ধরনের আবেদনের প্রয়োজন নেই। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের নিকট থেকে আবেদন গ্রহণ না করে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত তালিকা মোতাবেক পদোন্নতি প্রদানের সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।

আরও পড়ুন: ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিলেন পুতুল

বিজ্ঞপ্তিতে কর্মকর্তদের পদোন্নতির জন্য হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত তালিকা স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করার কথাও জানানো হয়। 

এসকে/ 

স্বাস্থ্য মন্ত্রণালয় পদোন্নতি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার

খবরটি শেয়ার করুন