শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখের সিনেমার গান নিয়ে ভক্তের অভিযোগের রায় মিললো ৭ বছর পর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০১৬ সালে মুক্তি পায় শাহরুখ খানের ফ্যান সিনেমাটি মুক্তির আগে প্রযোজক যশরাজ ফিল্মস ‘জাবরা ফ্যান’ গানটি প্রকাশ করে। কিন্তু মূল সিনেমায় রাখা হয়নি গানটি। যার কারণে হতাশ হয়েছিলেন আফরিন ফতিমা জায়দি নামের এক ভক্ত। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে 'জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনে' অভিযোগ দেন আরফিন। সোমবার (২২শে এপ্রিল) ভারতের সুপ্রিম কোর্ট এ মামলায় রায় দিয়েছে।

আরফিনের অভিযোগ ছিল, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এমনকি, সিনেমাতে গানটি না থাকায় তিনি এবং তার সন্তানরা সিনেমাটি দেখার পর হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। ২০১৭ সালে বিষয়টি নিয়ে জেলা স্তরে উপভোক্তা কমিশনে অভিযোগ করেন আরফিন। 

আরো পড়ুনভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পদক গ্রহণ করলেন বন্যা

কিন্তু তার পর বিষয়টি রাজ্য স্তরে পৌঁছয়। পরে জাতীয় উপভোক্তা কমিশনের তরফে প্রযোজনা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়, আরফিনকে ১০ হাজার রুপি ক্ষতিপূরণ এবং আনুষঙ্গিক আইনি খরচ বাবদ আরো ৫ হাজার রুপি দেওয়ার জন্য।

পরে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়, সিনেমার প্রচারে তারা কখনোই উল্লেখ করেননি যে গানটি সিনেমায় রাখা হবে। সোমবার জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের রায় খারিজ করে আদেশ দেন বিচারপতি পিএস নরসিংহ ও অরবিন্দ কুমারের বেঞ্চ। 

নাকাশ আজিজের গাওয়া ‘জাবরা ফ্যান’ গানটিও বেশ জনপ্রিয় হয়েছিল। 

এসি/


শাহরুখ সিনেমার গান

খবরটি শেয়ার করুন