বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

আজ কিন্তু প্রপোজ ডে, এই দিনটির ইতিহাস সম্পর্কে জানা আছে কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

ভালোবাসা হলো আবেগ প্রকাশের সবচেয়ে সুন্দর রূপ। ভ্যালেন্টাইন্স সপ্তাহের দ্বিতীয় দিন আজ। ৮ই ফেব্রুয়ারি দিনটি হলো প্রপোজ ডে। খোলাখুলিভাবে ভালোবাসা প্রকাশ করার একটি বিশেষ দিন। যারা তাদের সম্পর্ককে নতুন নাম দিতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। তবে, প্রস্তাব দেওয়ার ঐতিহ্য কোথা থেকে শুরু হয়েছিল, কেন এবং কখন থেকে এই দিনটি পালিত হচ্ছে তা জানেন কি?

প্রপোজ ডে-র ইতিহাস সরাসরি ভ্যালেন্টাইন্স সপ্তাহের সঙ্গে যুক্ত, যা প্রেম এবং রোমান্স উদযাপনের জন্য পরিচিত। ১৮শ এবং ১৯শ শতাব্দীতে ইউরোপ এবং আমেরিকায় পুরুষরা আনুষ্ঠানিকভাবে আংটি দিয়ে তাদের প্রেমিকাকে এই দিনটিতে বিয়ের প্রস্তাব দিতেন।

এটা বিশ্বাস করা হয় যে, বিংশ শতাব্দীর শেষের দিকে ভ্যালেন্টাইন্স সপ্তাহের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রপোজ ডেও বিশেষ গুরুত্ব পেতে শুরু করে। প্রাচীনকালে পাশ্চাত্য সংস্কৃতিতে পুরুষরা হাঁটু গেড়ে বসে তাদের বান্ধবীদের কাছে বিয়ের প্রস্তাব দিতেন।

তবে, এই ঐতিহ্য আজও পালন করা হয়, যা যুগলের মধ্যে প্রেমের সম্পর্ক বৃদ্ধি করে। তবে সারা বিশ্বের মতো ভারতেও, গত কয়েক দশকে ভ্যালেন্টাইন্স সপ্তাহের সঙ্গে প্রপোজ ডে-র প্রবণতা অনেক বেড়েছে।

আরো পড়ুন : প্লেটে খাবার সজিয়ে জিতে নিতে পারেন ১০ লক্ষ টাকা!

এই দিনটি পছন্দের মানুষের কাছে ভালোবাসা প্রকাশের সুযোগ করে দেয়। যারা দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করেন কিন্তু তাদের অনুভূতি প্রকাশ করতে অক্ষম, তাদের জন্য এই দিনটি উপযুক্ত সুযোগ।

প্রপোজ ডে অনেক নতুন সম্পর্কের সূচনা করে, যেখানে দুজন মানুষ তাদের ভালোবাসাকে খোলা মনে গ্রহণ করে।

এমনকী, যদি আপনি ইতিমধ্যেই কোনও সম্পর্কে থাকেন, তবুও এই দিনটি আপনার সম্পর্ককে আরও মজবুত করে তোলার সুযোগ দেয়।

এতদিন যাকে বলতে পারেননি আজ এ সুযোগ হাতছাড়া না করে মন খুলে বলে দিন আপনার লুকানো ভালোবাসার কথা। আর যারা বলেছেন আগে তারাও বসে না থেকে আবার বলে ফেলুন। সকাল সকাল না হয় আরেকবার প্রপোজ করে অনুভূতি প্রকাশ করুন প্রিয়জনের কাছে।

যদি দিনটিকে বিশেষ করে তুলতে চান, তাহলে সঙ্গী বা পছন্দের মানুষকে কিছু সৃজনশীল উপায়ে প্রস্তাব দিতে পারেন। যেমন তার জন্য একটি বিশেষ সারপ্রাইজের পরিকল্পনা করা বা একটা সুন্দর জায়গা বেছে নিয়ে সেখানে তার সঙ্গে সময় কাটানো। 

তাকে আংটি বা উপহার দিয়ে প্রেমের প্রস্তাব দেওয়া অথবা প্রেমপত্র দিয়ে প্রেম নিবেদন করা যেতে পারে।

এস/  আই.কে.জে



প্রপোজ ডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন