শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সেনাবাহিনীতে যোগ দিলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে মিয়ানমারের জান্তা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনাবাহিনীতে যোগ দিলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার।

শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) থাইল্যান্ড থেকে পরিচালিত দেশটির ইংরেজি সংবাদমাধ্যম ইরাবতির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জান্তা সরকার ঘোষণা দিয়েছে, রোহিঙ্গাদের কেউ যদি সেনাবাহিনীতে যোগ দেয়, তাকে নাগরিকত্ব দেয়া হবে। পাশাপাশি এক বস্তা চাল এবং মাসিক ১ লাখ ১৫ হাজার কিয়াট বেতন দেয়া হবে, বাংলাদেশী অর্থে যা সাড়ে চার হাজার টাকার সমান হবে।

তবে এতে সাধারণ রোহিঙ্গাদের কোনো আগ্রহ দেখা যায়নি। ফলে তাদেরকে এখন জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর রাজধানীতে নিয়ে দুই সপ্তাহের সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আরও পড়ুন: নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইমরানের পিটিআই

ইরাবতী জানিয়েছে, রোহিঙ্গাদের ধরতে বিভিন্ন গ্রাম এবং শরণার্থী শিবিরে হানা দিচ্ছে জান্তা বাহিনী। গ্রামবাসী ও অন্যদের আশঙ্কা তাদের মানবঢাল হিসেবে ব্যব্হার করা হবে। এখন পর্যন্ত প্রায় ৪০০ রোহিঙ্গা পুরুষকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের দুই সপ্তাহের প্রশিক্ষণও দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১০ই ফেব্রুয়ারি জান্তা সরকার ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব নারী-পুরুষকে সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে। এরপরই রোহিঙ্গা পুরুষদের সামরিক বাহিনীতে যুক্ত করার কার্যক্রম শুরু করে জান্তা।

সূত্র: ইরাবতী

এসকে/ 

মিয়ানমার জান্তা সরকার

খবরটি শেয়ার করুন