বুধবার, ২৬শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রান্নাঘরে খাবারের অপচয় বন্ধ করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৯ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

রান্না করতে গিয়ে অনেক সময় অনুমান ভুল হয়। এতে খাবারও নষ্ট হয়। এ জন্য চাই রান্নার পূর্ব প্রস্তুতি। খাবার যাতে নষ্ট না হয় সেজন্য পরিকল্পনা জরুরি। তাই চলুন জেনে নিই রান্নাঘরে খাবারের অপচয় বন্ধ করবেন যেভাবে-

আরো পড়ুন : যে ধরনের মানুষ থেকে দূরে থাকবেন

» আপনি মুদি কেনাকাটা করার আগে, আপনার ফ্রিজে কী আইটেম রয়েছে তার একটি তালিকা তৈরি করুন।

» সম্ভব হলে প্রথমেই ঠিক করুন যে আপনি এক সপ্তাহ ধরে প্রতিদিন কোন সবজি রান্না করতে চান এবং সেই অনুযায়ী কিনুন। 

» আপনি যদি মনে করেন যে আপনি পরে অবশিষ্ট খাবার খেতে পারেন, তবে সেগুলো ফেলে না দিয়ে ফ্রিজে রাখুন। যাতে খাবার নষ্ট না হয়।

» যদি সম্ভব হয়, তিন-চার দিনের সবজি সংগ্রহ করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিতে হবে। যাতে সেগুলো নষ্ট না হয়। 

এস/  আই.কে.জে

টিপস রান্নাঘর

খবরটি শেয়ার করুন