বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

আমেরিকার কোম্পানির তৈরি খাদ্য চীন ও উত্তর কোরিয়ায় রপ্তানি করবে রাশিয়া

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৭ পূর্বাহ্ন, ১১ই জুলাই ২০২৫

#

আমেরিকার মালিকানাধীন কোম্পানি গ্লাভপ্রডুক্ট-এর একটি পণ্য। ছবি: রয়টার্স

জাতীয় খাদ্য নিরাপত্তার কথা বলে জব্দ করা আমেরিকার মালিকানাধীন একটি টিনজাত খাদ্য কোম্পানির পণ্য চীন এবং উত্তর কোরিয়ায় রপ্তানি করে পণ্যটির বিক্রয় বাড়ানোর পরিকল্পনা করেছে রাশিয়া। নথিপত্র পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘গ্লাভপ্রডুক্ট’ রাশিয়ার সবচেয়ে বড় ক্যানজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠা করেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী লিওনিদ স্মিরনভ। ২০২৪ সালের অক্টোবর মাসে রাশিয়া প্রতিষ্ঠানটি বাজেয়াপ্ত করে এবং দাবি করে এটি তাদের জাতীয় খাদ্য নিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।'

তবে নথিপত্রে দেখা গেছে, বাজেয়াপ্ত হওয়ার পর কোম্পানিটির বিক্রি মারাত্মকভাবে কমে গেছে। আবার উৎপাদন একই মাত্রায় থাকায় পণ্য মজুতের চাপে পড়ে কোম্পানিটি নতুন বাজার খুঁজে বেড়াচ্ছে। স্মিরনভ বলেন, ‘তারা বলেছিল দেশের খাদ্য নিরাপত্তা রক্ষা করতে আমার কোম্পানি নিয়েছে। কিন্তু এখন তারা প্রতারণা করছে।’

স্মিরনভ কোম্পানিটি ফিরে পাওয়ার জন্য আদালতে লড়ছেন। আজ ১১ই জুলাই মস্কোর আরবিট্রেশন কোর্টে পরবর্তী শুনানি নির্ধারিত রয়েছে।

রয়টার্সের পাওয়া কৌশলগত নথিপত্র অনুযায়ী, গ্লাভপ্রডুক্ট-এর রাষ্ট্র-নিয়োগপ্রাপ্ত নতুন ব্যবস্থাপনা গত জুন মাসে উত্তর কোরিয়া, মধ্যপ্রাচ্য এবং চীনে রপ্তানির পরিকল্পনা পেশ করেছে। যদিও চীনে তাদের গত বছরের বিক্রির পরিমাণ ছিল মাত্র ১ শতাংশ।

এই সিদ্ধান্ত রাশিয়ার সাম্প্রতিক বাণিজ্য অঞ্চল পরিবর্তনের প্রতিফলন—যেখানে ইউক্রেন আগ্রাসনের পর দেশটি নিষেধাজ্ঞামুক্ত দেশগুলোর দিকে ঝুঁকেছে। অথচ পুতিন সম্প্রতি বলেছেন, তিনি আমেরিকান কোম্পানিকে আবার রাশিয়ায় স্বাগত জানাতে চান। তবে গ্লাভপ্রডুক্ট-এর এই রপ্তানি উদ্যোগ পুতিনের সেই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক মনে হচ্ছে।

জে.এস/

আমেরিকান প্রতিষ্ঠান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন