বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

প্রিয়াংকা চোপড়া। ছবি: সংগৃহীত

বলিউডের প্রথম ডন অমিতাভ বচ্চন। ১৯৭৮ সালে মুক্তি পায় চন্দ্রা বারোট পরিচালিত ‘ডন’। এতে ডন হয়ে সাড়া ফেলেন অমিতাভ। পরবর্তী সময়ে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি কিনে নেন ডন ফ্র্যাঞ্চাইজি। ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে আবার তৈরি হয় ‘ডন’। ফারহান আখতার নির্মিত সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, ২০১১ সালে এটির দ্বিতীয় পর্ব বানান তিনি। খবর নিউজ১৮ এর।

ফারহান নির্মিত ডনের দুই পর্বে শাহরুখ ছিলেন ডন, আর ইন্টারপোল অফিসার রোমার চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ডনকে হত্যার মিশনে নামেন রোমা। তবে পরবর্তী সময়ে ডনের প্রেমে পড়েন তিনি। ডনের দুই পর্বে আলোচিত হয় শাহরুখ-প্রিয়াঙ্কা চোপড়া জুটির রসায়ন। তবে সে-ই শেষ। ২০১১ সালে ডন টুর পর আর কখনো একত্রে কাজ করেননি শাহরুখ-প্রিয়াঙ্কা।

এতদিন পর ডনের সিকুয়েল নির্মাণ করতে চলেছেন ফারহান আখতার। আগেই এ চরিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শাহরুখ। কারণ হিসেবে জানিয়েছেন, এ চরিত্রে তার আর নতুন কিছু দেওয়ার নেই। শাহরুখ সরে দাঁড়ানোর পর নতুন ডন হিসেবে রণবীর সিংকে চূড়ান্ত করেছেন নির্মাতা। আর রোমা চরিত্রে প্রথমে নেওয়া হয়েছিল কিয়ারা আদভানিকে। 

অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা। গুঞ্জন আছে, তার বদলে রণবীরের বিপরীতে নেওয়া হয়েছে কৃতি শ্যাননকে। ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হবে ডন থ্রির শুটিং। মুক্তি পাবে ওই বছরের ডিসেম্বরে।

সম্প্রতি বলিউড হাঙ্গামা জানিয়েছে, ডন হিসেবে না থাকলেও ডন থ্রিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। যদিও তাকে কোন ভূমিকায় দেখা যাবে, তা খোলাসা করা হয়নি। ফারহান আখতার ইতিমধ্যেই শাহরুখের সঙ্গে যোগাযোগ করেছেন। নির্মাতারা তার চরিত্রটিকে নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা করেছেন। শাহরুখও নাকি সম্মতি জানিয়েছেন এতে অভিনয়ের ব্যাপারে।

ডন থ্রিতে প্রিয়াঙ্কা চোপড়ারও ফেরার খবর শোনা যাচ্ছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডনের দুই পর্বে রোমা চরিত্রে অভিনয়ের পর তৃতীয় পর্বেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। যদি তা সত্যি হয়, তবে ১৫ বছর পর একসঙ্গে পাওয়া যাবে শাহরুখ-প্রিয়াঙ্কাকে।

বলিউডে দীর্ঘদিন ধরে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন ছিল। ডনে অভিনয়ের সূত্রে কাছাকাছি আসেন তারা। ওই সময় শুটিংয়ের বাইরেও তাদের একসঙ্গে ঘুরতে দেখা যেত। অনেক পরিচালক-প্রযোজককে তাদের সিনেমায় প্রিয়াঙ্কাকে নেওয়ার অনুরোধও করেছিলেন শাহরুখ।

শাহরুখের স্ত্রী গৌরী খানের আপত্তিতে তাদের সম্পর্কে ছেদ পড়ে। প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করা বন্ধ করে দেন শাহরুখ। বলিউডে ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েন প্রিয়াঙ্কা। বলিউডে তার কাজ কমতে থাকে। হিন্দি সিনেমার গণ্ডি পেরিয়ে হলিউডে সুযোগ খুঁজতে থাকেন প্রিয়াঙ্কা। সে মিশনে সফল হয়েছেন অভিনেত্রী। বর্তমানে তিনি হলিউডের একজন পরিচিত মুখ।

জে.এস/

প্রিয়াংকা চোপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন