বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

২০ দিনে কত আয় করল আমিরের ‘সিতারে জমিন পার’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিন বছর কার্যত লাপাত্তা ছিলেন আমির খান। ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর অভিনয়ও ছাড়ার কথা ভেবেছিলেন। সেই আমির কী দুর্দান্তভাবেই না ফিরলেন ‘সিতারে জমিন পার’ দিয়ে। মুক্তির আগে নানা অনিশ্চয়তা থাকলেও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে সিনেমাটি।

গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এস প্রসন্ন পরিচালিত ‘সিতারে জমিন পার’। মুক্তির প্রথম সপ্তাহে আয় করে ৮৮ কোটি ৪৬ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহেও ব্যবসা ধরে রাখে, আয় করে ৪৬ কোটি ৪৫ লাখ রুপি। মুক্তির বিশতম দিনে সিনেমাটির আয় অনেকটাই কমেছে। এদিন ১ কোটি ১৫ লাখ রুপি আয় করেছেন সিনেমাটি। তথ্যসূত্র কইমইডটকমের।

সব মিলিয়ে ২০ দিনে সিনেমাটির মোট আয় ১৭৯ কোটি ৭৯ লাখ রুপি। এটি কেবল ভারতীয় বক্স অফিসের আয়। বিদেশের আয় যোগ করলে ছবিটি ২০০ কোটি রুপির ক্লাব পার করেছে অনেক আগেই।

বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন, গত কয়েক বছরে শাহরুখ খান, সালমান খান, হৃতিক রোশন, রণবীর কাপুরের মতো বড় তারকারা কেবল অ্যাকশন সিনেমা করেছেন।

এ ধরনের সিনেমা দেখতে দেখতে দর্শকের মধ্যে একধরনের বিরক্তি চলে এসেছিল। তাই আমির খানের ড্রামা সিনেমাটি তারা এতটা পছন্দ করেছেন। মুক্তির প্রথম দিন আয় কম থাকলেও ধীরে ধীরে সিনেমাটির কথা মানুষের মুখে মুখে ছড়িয়েছে, এভাবেই সিনেমাটির আয় বেড়েছে।

জে.এস/

আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন