শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

উখিয়ায় ১০ কোটি টাকার আইসসহ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ২৬শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় দুই কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) মোহাম্মদ রফিক (৩৮) নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এর আগে শনিবার (২৫শে মে) রাত সাড়ে ৮টার অভিযান চালিয়ে তাকে আটকসহ প্রায় ১০ কোটি টাকা মূল্যের আইস উদ্ধার করা হয়।

রোববার (২৬শে মে) র‌্যাব–১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, কক্সবাজারের উখিয়া রাজাপালংয়ের আকিজ পাহাড় এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির উদ্দেশে অবস্থান করছে এই তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

আরো পড়ুন: ইউপি সদস্যের খামারবাড়ি থেকে ১০,০০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার

এসময় অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একটি শপিং ব্যাগসহ পালানোর চেষ্টাকালে মাদক কারবারি মোহাম্মদ রফিককে আটক করা হয়। তিনি কুতুপালং ৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক–বি/২ এর মৃত ইব্রাহিমের ছেলে। তার দেহ ও তার হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০ কোটি টাকা মূল্যের ২ কেজি আইস উদ্ধার করা হয়।

আটক রোহিঙ্গা মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

এইচআ/  

রোহিঙ্গা আইস

খবরটি শেয়ার করুন