শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকা থেকে আসা খেলনা বাক্সে মিললো কোটি টাকার মাদক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে ডাকযোগে রঙিন মোড়কের প্যাকেটে কিছু পার্সেল আসে ঢাকায়। প্যাকেটগুলো দেখে মনে হয় যেন ভেতরে শিশুদের খেলনা, খাবার রাখা। তবে পার্সেলের ঠিকানা ভুয়া প্রমাণিত হওয়ায় সন্দেহ হয় ডাক কর্মকর্তাদের। এরপর এসব প্যাকেট যাচাই করতে গেলে সেখান থেকে বের হয়ে আসে কোটি কোটি টাকা মূল্যের মাদক।

মঙ্গলবার (২৩শে এপ্রিল) এই মাদক উদ্ধারের পর এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতাররা হলেন, মো. রাসেল মিয়া (২০), রমজান মিয়া (২১), মো. ইমরান রাজ (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরের পরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য হতে আসা একটি পার্সেল জব্দ করা হয়। এ সময় গাঁজার নির্যাস থেকে তৈরি ছয় প্যাকেট টেট্রাহাইড্রো ক্যানাবিল যুক্ত কুশ, আমেরিকান গাঁজার তৈরি নয়টি চকলেট ও ১০টি কেক উদ্ধার করা হয়। যার বাজারমূল্য কোটি টাকা।

আরও পড়ুন: বান্দরবানের ৩ উপজেলার ভোট স্থগিত করল ইসিৎ

তিনি জানান, এসব গাঁজা সিনথেটিকভাবে তৈরি করা হয়, যা বাংলাদেশে উৎপাদিত গাঁজা থেকে শতগুন ভয়াবহ।

তিনি বলেন, পার্সেলের গায়ে কোনো ঠিকানা লেখা ছিল না। কেবল একটা মোবাইল নম্বর দেওয়া ছিল। সেই সূত্র ধরে তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টটা কথা স্বীকার করেছে। তারা বেশ কিছুদিন ধরে এ ব্যবসা করছিলেন। তাদের সঙ্গে আর কারা জড়িত তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে।

এসকে/ 

আমেরিকা মাদক

খবরটি শেয়ার করুন