সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি কাজের প্রশিক্ষণ পেলেন তৃতীয় লিঙ্গের ৩১ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

কৃষিকাজ করে স্বাবলম্বী হতে গাজীপুরে তৃতীয় লিঙ্গের ৩১ জনকে প্রশিক্ষণ দিয়েছে গাজীপুর জেলা কৃষি অফিস। মঙ্গলবার (১৪ই মে) দুপুরে কালিয়াকৈর উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। 

তিনি বলেন, গত রোববার ও সোমবার (১২ ও ১৩ই মে) গাজীপুরের সদর উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্ত কালু গণমাধ্যমকে জানান, কৃষি কাজে প্রশিক্ষণ পেয়েছি। কীভাবে কৃষি কাজ করতে হয় এটা আগে জানতাম না। এখন আমরা সবাই কৃষি কাজ জানি। এখন ভালোভাবে কাজ করতে পারব।

প্রশিক্ষণ নেওয়া হাসি ও ঝর্ণা গণমাধ্যমকে বলেন, এই এলাকায় অনেক আগে থেকে বসবাস করছি। আমাদের থাকার কোনো জায়গা ছিল না। এখন এই জমিতে অস্থায়ী ঘর করে বসবাস করছি। আগে আমরা পাড়া মহল্লায়, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাজ করতাম। মানুষের কাছে গেলে কত রকমের কথা শুনতে হতো। এখন কাজ করি জমিতে। এখন কারো বাজে কথা শুনতে হয় না। এখন আমরা ভালো আছি।

আরো পড়ুন: আবারও ভাইরাল ছাত্রলীগ নেতা রুবেল বেপারী

তারা আরও বলেন, ২০২২ সালে আমরা ১০ বিঘা জমি বর্গা পেয়েছি। প্রথম বছর খুব একটা ভালো ফসল ওঠাতে পারিনি। গত বছর ভালো ফলন পেয়েছি। চলতি বছর ধান ও সবজি চাষ করেছি। এবার খুব ভালো হয়েছে। আমাদের ৬ মাসের খাবার হয়েছে। মালিককে ধান ও সবজি দিতে হয়। কিন্তু আপাতত খুব বেশি দিতে হয় না। মালিক চায় যাতে জমিটা পতিত না থাকে।

গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, ৩১ জন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদেরকে গ্রাীস্মকালীন সবজি দেওয়া হয়েছে চাষ করার জন্য।

তিনি বলেন, তারা বর্গা নিয়ে জমি চাষ করে। আমরা তাদেরকে এখন থেকে কৃষি উপকরণ বীজ ও সার দেব।

এইচআ/  

তৃতীয় লিঙ্গ কৃষি প্রশিক্ষণ

খবরটি শেয়ার করুন