শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল ঘোষণা কবে জানালেন নির্বাচক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাজনৈতিক ডামাডোলের মধ্যেও থেমে নেই ক্রিকেটের চর্চা। জাতীয় দলের ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস গতকালই জানিয়েছিলেন, গ্রাউন্ডসম্যানরা ৬ তারিখ থেকেই নিজেদের কাজ গুছিয়ে নিয়েছেন। মাঠে অনুশীলন করতে ক্রিকেটারদের সমস্যা হয়নি। 

সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৬ই আগস্ট বাংলাদেশ দল পাকিস্তানে যাবে। অবশ্য পিসিবি বোর্ড প্রস্তাব রেখেছে তারা চাইলে আগেও যেতে পারবে। এদিকে বর্তমান পরিস্থিতিতে দুই দিনের জন্য পিছিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর। শুক্রবার দেশ ছাড়ার কথা তাদের। 

পুরোদমে অনুশীলন শুরু হলেও জাতীয় দলের স্কোয়াড এখনো ঘোষণা করেনি বিসিবি। অবশ্য গণমাধ্যমকে বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক সম্ভাব্য সময় জানিয়েছেন দল ঘোষণার। পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগে আগে দল ঘোষণা হতে পারে বলে নিশ্চিত করেন এই নির্বাচক। তবে জাতীয় দলের আগেই এ দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন রাজ্জাক।

আরো পড়ুন : বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

এদিকে গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে সাকিব আল হাসান এখন কানাডায়। সেখান থেকেই পাকিস্তান সফরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।

বাংলাদেশ স্কোয়াড ঘোষণা না করলেও পাকিস্তান নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে কালই। ১৭ জনের এই স্কোয়াডে নেই নিয়মিত ওপেনার ইমাম-উল হক। হাসান আলি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে বাদ রাখা হয়েছে ইনজুরির কারণে। ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, নোমান আলী এবং সাজিদ খানের মতো পরিচিত মুখেরা নেই নতুন কোচ জেসন গিলেস্পির প্রথম টেস্ট স্কোয়াডে।

এস/ আই.কে.জে/

পাকিস্তান বাংলাদেশ স্কোয়াড

খবরটি শেয়ার করুন