বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একদিনে ট্রাফিকের ২৯২ মামলা, জরিমানা ১৭ লাখ টাকা *** কুয়েতে ভিসা পরিবর্তনের সুযোগ নিচ্ছেন ৫৫ হাজার প্রবাসী *** সাবেক তিন সিইসি ও কমিশনারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা *** একনেকে ৩৩০৬ কোটি টাকা ব্যয়ে চার প্রকল্প অনুমোদন *** হাজার কোটি টাকা পাচার, সালমানসহ ২৮ জনের বিরুদ্ধে সিআইডির ১৭ মামলা *** নারী বিশ্বকাপের জন্য স্কোয়াড দিলো বাংলাদেশ *** জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা : তথ্য উপদেষ্টা *** রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে : প্রধান উপদেষ্টা *** অর্ধেক শুল্কে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু, কমতে শুরু করেছে দাম *** চাকরিতে প্রহসনমূলক আবেদন ফি বাতিলের আহ্বান হাসনাতের

মানুষ আমাদের সং মনে করেন : স্বস্তিকা মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০০ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুর্গাপূজোর সময় মুক্তি পেতে চলেছে টেক্কা। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দেবেন ওপার বংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। আর সেই প্রচারের ফাঁকেই ছবি থেকে শুরু করে আরজি কর নিয়ে ক্ষোভ জানালেন এ অভিনেত্রী। শুরু থেকেই আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদী ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

তবে উৎসবে না ফেরার ডাক দিয়েও ছবির প্রচার হোক বা প্রতিবাদে গিয়ে সেলফি তোলা। নানা সময়ে নানা কারণে কটাক্ষের মুখে পড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার ট্রোল প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'মানুষ আমাদের সং মনে করেন। কিন্তু একটা কথা বলতে চাই, যারা পথে নেমেছেন, যারা প্রতিবাদ করছেন, তারা কিন্তু ট্রোল করেন না। বরং যাদের এই আন্দোলন নিয়ে মাথাব্যথা নেই, তারাই মানুষকে টার্গেট করছেন। তবে তারা যতই টার্গেট করুন, বাকি ৫০০ জন কিন্তু পাশে দাঁড়াচ্ছেন।'

এদিন স্বস্তিকা মুখোপাধ্যায় অরিন্দম শীল এবং টলিউডে মহিলাদের সঙ্গে হওয়া যৌন হেনস্থার ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, তিনি নিজেও হেনস্থার শিকার হয়েছেন কাজ করতে গিয়ে। এমনকি আগে একটা সময় পর্যন্ত মেয়েরা সামনে এসে কথা বলার সাহস পেতো না। যারা অভিযোগ জানাতেন, তাদের কাজ বন্ধ হয়ে যেতো।

স্বস্তিকার দাবি, এক আকাশের নিচে ধারাবাহিকের সময় থেকেই অরিন্দম শীলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে আসছে।

পরিশেষে স্বস্তিকার ভাষায়, 'এবার সময় হয়ে গেছে। আর বিচ্ছিন্ন প্রতিবাদ হবে না। নিজেদের জন্য একটা সেফ স্পেস তৈরি করার চেষ্টা করছি। উইমেনস ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার প্লাস নিয়ে জোরকদমে কাজ চলছে।'

ওআ/কেবি

স্বস্তিকা মুখোপাধ্যায়

খবরটি শেয়ার করুন