বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে *** শুল্কে সুবিধা পেতে আমেরিকার গম বাড়তি দামে কিনবে সরকার *** টুঙ্গিপাড়ায় ২৮২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা *** ভোটের দিন গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি ইসির *** বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ

নিলামে কুমারীত্ব!

কানাই চক্রবর্তী

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

আর্থিক সুরক্ষার জন্য অভিনব পন্থা খুঁজে বের করেছেন এক তরুণী। ঠিক করেন কুমারীত্ব নিলামে বিক্রি করবেন। অনেকে ওই নিলামে অংশও নেন। তবে  সবাইকে অতিক্রম করে যান হলিউডের এক অভিনেতা।

 

উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেন এই  তরুণী। স্বপ্ন দেখেন, ইচ্ছানুযায়ী যেভাবে খুশি খরচ করার। সেখানে অর্থের কোনও অভাব থাকবে না। শুধু ক্যারিয়ার গড়ার দিকে মন দিতে পারবেন তিনি। জীবনে এমন এক সঙ্গীর খোঁজে রয়েছেন তরুণী, যিনি প্রচুর সম্পত্তির অধিকারী। তাকে আর্থিকভাবে সাহায্য করার পাশাপাশি ঘনিষ্ঠ সম্পর্কও বজায় রাখতে পারবেন সেই ব্যক্তি।

 

সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর নাম লরা। ব্রিটেনের ম্যাঞ্চেস্টারের বাসিন্দা তিনি। ২২ বছর বয়সী ওই তরুণী সেখানকার একটি কলেজে পড়েন। আর্থিক সুরক্ষার জন্য তিনি নিজের কুমারীত্ব নিলামে বিক্রির সিদ্ধান্ত নেন। অনলাইন মাধ্যমে লরার কুমারীত্ব নিলামে কেনার জন্য ক্রেতারও অভাব হয় না।


ক্রেতাদের তালিকায় ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। তালিকায় নাম লিখিয়েছিলেন হলিউডের এক অভিনেতাও।


তার পরিচয় গোপন রাখা হলেও তিনি যে লরার কুমারীত্ব কেনার জন্য সর্বাধিক খরচ করতে রাজি হয়েছেন তা জানা যায়। ১৬ লাখ ইউরো খরচ করে নিলামে লরার কুমারীত্ব কেনেন তিনি। লরা আদৌ কুমারী কী না তা যাচাই করতে হলিউডের অভিনেতার সামনে স্বাস্থ্যপরীক্ষা করা হয় লরার।


তরুণীর পরিবার ধার্মিক এবং রক্ষণশীল হলেও লরার সিদ্ধান্ত সমর্থন করেছেন তারা। লরার দাবি, বার তিনি নিশ্চিন্তে ক্যারিয়ারের দিকে মন দিতে পারবেন।

কেসি/এইচ.এস

কুমারিত্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন