বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

তিন হাজার কেজি ভেজাল গুড় জব্দ, আটক ১

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩০ পূর্বাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান মিলেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনারু গ্রামে। কারখানার এক কারিগরসহ তিন হাজার কেজি ভেজাল গুড়সহ আটক করা হয়েছে।

শনিবার (২৯শে জুন) দিবাগত রাতে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল হক সুনারু গ্রামে অভিযান পরিচালনা করে অর্জুন এন্টারপ্রাইজ নামে ভেজাল গুড় তৈরিকারী প্রতিষ্ঠানের কারিগর তীর্থ পালকে (২০) গ্রেফতার আটক করেন।

অভিযানের সময় কারখানার মালিক পালিয়ে যান। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে কারিগর তীর্থ পালকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন: এনবিআরের ফয়সালের শ্বশুর-শাশুড়ির অ্যাকাউন্টেই ১৯ কোটি!

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল হক গণমাধ্যমকে জানান, অর্জুন এন্টারপ্রাইজে ভেজাল গুড় তৈরির পর সেই গুড়কে রাজশাহীর খেজুর গুড় এবং রাজবাড়ীর মরিচা গুড় হিসেবে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বাজারজাত করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দসহ একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, অপরাধের মাত্রা বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতে সাজা না দিয়ে আটক কারিগরের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এইচআ/ 

আটক ভেজাল গুড়

খবরটি শেয়ার করুন